ঢিলেঢোলা ম্যাটারনিটি গাউন আজকাল বেশ ট্রেন্ডি
দিন কয়েক আগেই এসেছে খুশির খবরটা। সব মেয়েদের মতোই এই খবরটার জন্যই অনেক দিন ধরে অপেক্ষা করেছিল সুচরিতা। বহু জটিলতা কাটিয়ে মা হতে চলেছে সে। কিন্তু সুচরিতাকে একটাই চিন্তা কুরে কুরে খাচ্ছে। প্রেগন্যান্সির অ্যাডভান্সড স্টেজে কী পরে বাহিরে যাবে?
এটা শুধু সুচরিতারই চিন্তার কারণ নয়, কর্মরতা এ রকম বহু মেয়েদেরই মাথাব্যথার কারণ। একে তো গর্ভাবস্থায় শারীরিক গঠনের নানাবিধ পরিবর্তন, তার উপর মাঝেমাঝেই অসুস্থতা। এর মধ্যে কেমন পোশাক হবে আইডিয়াল, তা নিয়েই চিন্তিত বহু গর্ভবতী মহিলা।
কেমন ভাবে সাজবেন হবু মায়েরা,
এই সময়টাতে কিনে ফেলুন বেশ কিছু স্ট্রেচেবল ম্যাক্সি ড্রেস। চাইলে ম্যাক্সি ড্রেসের উপর একটা জ্যাকেটও চাপিয়ে নিতে পারেন। আরামও পাবেন আবার লুকটাও বেশ স্টাইলিশ হবে।
ঢিলেঢোলা ম্যাটারনিটি গাউনও আজকাল বেশ ট্রেন্ডি। নরম রংয়ের সুতির কাপড়ের ম্যাটারনিটি গাউনও আরামদায়ক।
সে দিকটাও খেয়াল রাখতে হবে। যাঁরা চুলে রং করেন, এই সময়টাতে ভুলেও চুলে রং করবেন না। জীবনের এই স্পেশ্যাল সময়টাতে টাইট জামাকাপড় একটু এড়িয়েই চলুন। ভারী কাজ করা জামাকাপড় আর শর্ট ড্রেসগুলিকে বিদায় জানান। আর হ্যাঁ, জুতোর দিকটাও ভুললে চলবে না। কারণ অনেক মহিলাই হাই হিল পরতে পছন্দ করেন। কিন্তু গর্ভাবস্থায় হাই হিল পরা চলবে না। স্নিকার্স বা ফ্ল্যাট নরম চটি-জুতো পরাই ভাল।
জামাকাপড় পরা বা স্টাইলিংয়ের থেকে প্রেগন্যান্সিতে সব চেয়ে বেশি জরুরি টেনশন ঝেড়ে ফেলে হাসিখুশি থাকা।
